ইন্টারনেটে শিশু পর্নগ্রাফির ছড়াছড়ি

author-image
Harmeet
New Update
ইন্টারনেটে শিশু পর্নগ্রাফির ছড়াছড়ি

নিজস্ব সংবাদদাতাঃ  শিশুদের উপর যৌন নির্যাতন ও শিশু পর্নগ্রাফির তদন্তে নেমে দেশের ১৪টি রাজ্যের ৭৭টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যে ১০ জন অভিযুক্তকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের বিরুদ্ধে অনলাইন স্টোরে শিশু পর্নগ্রাফি রাখা এবং অনলাইনে শিশু পর্নগ্রাফি ছড়ানোর অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এরা শিশু পর্নগ্রাফি ছড়ানোর কাজ করত।ভারতে শিশু পর্নগ্রাফির ব্যবসায় বিভিন্ন দেশের বিদেশি নাগরিকেরাও যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, অপরাধীদের ৫০টির বেশি চক্র ভারতে শিশু পর্নগ্রাফি ছড়ানোর কাজ করছে। এর সঙ্গে ৫০০০ হাজারের বেশি অপরাধী জড়িত। এরাই সোশ্যাল মিডিয়া মারফত শিশু পর্নগ্রাফি শেয়ার বা ফরোয়ার্ড করে থাকে নিয়মিত ভাবে। সিবিআইয়ের দাবি, বেশ কিছু চক্রের সঙ্গে জড়িত রয়েছে বিদেশি নাগরিকরাও। বিবৃতিতে সিবিআই জানিয়েছে, কম করে ১০০টি দেশের বিদেশি নাগরিক জড়িত রয়েছে শিশু পর্নগ্রাফির লাগামছাড়া ব্যবসার সঙ্গে।