চিনে তৈরি পাক রণতরীর জবাব

author-image
Harmeet
New Update
চিনে তৈরি পাক রণতরীর জবাব

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় নৌবাহিনী পরের সপ্তাহেই একটি আধুনিক ডেস্ট্রয়ার এবং একটি সাবমেরিন কমিশন করবে যা ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে। এই ডেস্ট্রয়ার ও সাবমেরিন তৈরি হয়েছে ভারতেই। সাবমেরিনটি তৈরি করতে অবশ্য ফরাসি সহযোগিতা পাওয়া গিয়েছে। ভারত মহাসাগরের বদলে যাওয়া আবহে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমেরিকা থেকে তিন বিলিয়ন ডলার মূল্যের ৩০টি সশস্ত্র ড্রোন কিনতে চলেছে ভারত। এমনই জানান নৌবাহিনীর ভাইস চিফ এস এন ঘোরমাদে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী ২১ নভেম্বর মুম্বইতে স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 'বিশাখাপত্তনম' কমিশন করবেন। তারপরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের একটি অনুষ্ঠানে ফরাসি ডিজাইন করা কালভারী ক্লাস ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন 'ভেলা'কে বাহিনীতে অন্তর্ভুক্ত করবেন।