New Update
/anm-bengali/media/post_banners/jf2jYuC95smwSbMrXf95.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তারাপীঠ মন্দির চত্বরে আচমকা আওয়াজ করে ভেঙে পড়ল সোলার প্যানেল। দুর্ঘটনার জেরে আহত হলেন ৪ জন। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এঁরা সকলেই নির্মাণ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। জানা গিয়েছে তারাপীঠ মন্দিরের নিত্য ভোগ রান্নার জন্য মন্দিরে সৌরশক্তি চালিত চুল্লি স্থাপন করা হয়েছিল রামপুরহাট উন্নয়ন পর্ষদের উদ্যোগে। তবে সেই চুল্লি খুব একটা কাজে লাগছিল না। তাই সেটিকে আসল স্থান থেকে সরিয়ে তারাপীঠ মন্দিরের অন্নছত্রের ছাদের উপর বসানোর কাজ চলছিল। সেই কাজ চলাকালীন সেটা ভেঙে পড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us