নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। তবে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম একই রয়েছে। উল্লেখ্য, এই নিয়ে টানা ১৩ দিন দেশে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতা সহ দেশের সব মহানগরীতে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
আন্তর্জাতিক বাজারে আজ WTI ক্রুডের দাম ০.৫২ শতাংশ কমে প্রতি ব্যারেল পিছু দাম হয়েছে ৮০.৩৪ ডলার। এছাড়াও ব্রেন্ট ক্রুডের দামও কমেছে। আজ ব্রেন্ট ক্রুডের দাম ০.৩৮ শতাংশ কমে হয়েছে প্রতি ব্যারেলে ৮২.১২ ডলার। এভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। তবে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা প্রতি লিটার ।