ধর্ষণের ঘটনার তদন্তে, ভাটপাড়ায় সিবিআই-এর প্রতিনিধিদল

author-image
Harmeet
New Update
ধর্ষণের ঘটনার তদন্তে, ভাটপাড়ায় সিবিআই-এর প্রতিনিধিদল


নিউজ ডেস্কঃ নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্তে আবারও সিবিআই এসে পৌঁছল কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র ভাটপাড়া গ্রামে। মঙ্গলবার বেলা ১১ টার সময় নির্যাতিতার বাড়িতে আসে ৪ জনের একটি কেন্দ্রীয় তদন্তকারী দল। আজ নির্যাতিতা সুনীতা দাসের (নাম পরিবর্তিত) বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য গত ৯ মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রামে কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র ভাটপাড়া গ্রামের সুনীতা দাস, জিমি হাজরা (নাম পরিবর্তিত) নামের নাবালিকা।
তারা এক বান্ধবীর আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা নাগাদ আছড়ার রান্ডার মাঠে ঘটনাটি ঘটে। মেয়েটিকে রাতেই নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সকালেই তাকে ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার মেডিকেল পরীক্ষা করে নবগ্রাম থানার পুলিশ দশই মে এলাকা থেকে সন্দেহজনক তিন জন যুবকে আটক করেছিল। তিন জনই বর্তমানে জেল হেফাজতে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে সিবিআই ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে।