নিজস্ব সংবাদদাতাঃ সম্পত্তির কর মূল্যায়ণ ও আদায়ে গতি আনতে, এ সংক্রান্ত আইনে একাধিক বদল আনছে কলকাতা পুরসভা। এবার রাজস্ব আদায় বাড়াতে ১৮টি ধারা ও উপধারাকে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি পুরসভার প্রশাসকমণ্ডলীর বৈঠকে এই সংশোধনী প্রস্তাব আনা হয়েছে বলে সূত্রের খবর। ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সেই সংশোধনী প্রস্তাব গৃহীতও হয়েছে। এবার তা রাজ্য সরকারের কাছে পাঠানোর পালা। সংশ্লিষ্ট ধারাগুলি সংশোধন হয়ে এলে সম্পত্তির মূল্যায়ণ এবং সেখান থেকে টাকা আদায়ের বিষয়ে আরও বেশি কড়া পদক্ষেপ করতে পারবে কলকাতা পুরসভা।