নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণের পজিটিভিটি রেট। রবিবার যা ছিল ২.১৩ শতাংশ। সোমবার তা এক ধাক্কায় বেড়ে হল প্রায় তিন শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে পজিটিভিটি রেট ২.৮৮ শতাংশ। গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৯২ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৪৭। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১১৫টি।