বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

author-image
Harmeet
New Update
বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  সোমবার সকালটা যে এভাবে শুরু হবে তা যেন ভাবতেই পারেননি জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। একদিকে শহরের আকাশের মুখ গোমড়া। ঝিরিঝিরি বৃষ্টি। পরিবেশও যেন জানান দিল আজ দিনটা মন খারাপের। এরকমই এক দিনে পিতৃহারা হলেন রচনা। প্রয়াত অভিনেত্রীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। সূত্রের খবর অনুযায়ী, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা। রচনা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে তাঁর বাবা ছিলেন বন্ধুসম। জীবনের দর্শন রচনা শিখেছিলেন তাঁর বাবার কাছ থেকেই। কীভাবে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয়, তা পুরোটাই বাবা হাতে ধরে শিখিয়েছেন রচনাকে। সিনেমাজগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, রচনার কাছে তাঁর বাবা স্টারের থেকে কম ছিলেন না। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামে এক বহুতলে। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর।