New Update
/anm-bengali/media/post_banners/qJy0GTfkFKo402C7tZWf.jpg)
দিগ্বিজয় মাহালী: গতকাল সন্ধ্যা থেকে ছিঁটে ফোটা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা,সবং,পিংলা একাকায়। আজ সকালেও আকাশের মুখ ভার।বৃষ্টি চলছে। তবে বৃষ্টির পরিমান অনেকটাই কম। বৃষ্টির পরিমান বাড়লে পাকা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। লাগাতার বন্যায় এমনিতেই এই এলাকা গুলিতে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপর যেটুকু আছে সেটাতেই ভরসা রয়েছে চাষীদের। তবে বৃষ্টির পরিমান বাড়লে পাকা ধানের ক্ষতি হতে পারে। যদিও সেই পরিস্থিতি তৈরী হয়নি এখনও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us