New Update
/anm-bengali/media/post_banners/QSyKNRRFulqiZZmveOy1.jpg)
রাহুল পাশওয়ানঃআসানসোলঃ সোমবার সকালে আসানসোল পৌরনিগমের 21 ,22,23 নম্বর ওয়ার্ডে কল্যাণপুর হাউসিং থেকে সুগম পার্ক পর্যন্ত চলে রাস্তার পাশে বেআইনি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযান। এর নেতৃত্ব দেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য শ্যাম করেন। তাঁর সঙ্গে ছিলেন পৌরনিগমের কর্মীরা। ছিল বিরাট পুলিশ বাহিনীও। এলাকার বি সি রোডের দুই পাশের সমস্ত বেআইনি দখলদারদের দোকান ও অন্যান্য নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us