/anm-bengali/media/post_banners/6s675F4fgJZodlvfD9hg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বিশ্বের বায়ু দূষণের শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লির নাম। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে ভারতেরই তিনটি শহর রয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। বায়ুর মান এবং দূষিত শহর চিহ্নিত করার সুইজারল্যান্ডের একটি সংস্থার সমীক্ষায় জানানো হয়, ভারতের দিল্লির পাশাপাশি কলকাতা (চতুর্থ) ও মুম্বাই (ষষ্ঠ) শহরের বায়ুর অবস্থাও খুব খারাপ। আইকিউ এয়ার নামে সুইস সংস্থাটি জাতিসংঘের দূষণ সংক্রান্ত প্রোগ্রামের তথ্য প্রযুক্তি সহায়ক। সুইস সংস্থার দেওয়া তালিকার প্রথমেই রয়েছে দিল্লির নাম। ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস। গত ১৪ ঘণ্টায় দিল্লির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শনিবার সকাল নাগাদ দাঁড়ায় ৫৫৬। এ অবস্থায় শিগগিরই পরিবহন ৩০ শতাংশ কমিয়ে আনার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রতি বছরই দীপাবলির পর এমন পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। বাজি পোড়ানোর পাশাপাশি পাশের রাজ্যের কৃষি জমিতে ফসলের গোড়া পোড়ানো দিল্লির বায়ু দূষণের অন্যতম কারণ।বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে পাকিস্তানের লাহোরের নাম উঠে এসেছে। সম্প্রতি লাহোরের হাইকোর্টেও দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি মামলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us