স্মৃতির গলিতে বাঙালি

author-image
Harmeet
New Update
স্মৃতির গলিতে বাঙালি



নিজস্ব সংবাদদাতাঃ সামনেই ২৭শে নভেম্বর। ডার্বির আঁচে গা সেঁকছে বাঙালি। তবে আজও ১৯৯৭ সালের ডার্বির স্মৃতি বাঙালির চোখে স্পষ্ট। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন দর্শকের ভীড়ে ভর্তি সেদিন। সেদিনের দর্শকের সংখ্যা হয়েছিল ১৩১,০০০ জন। সেদিন ৪-১ গোলের ব্যবধানে লাল-হলুদ দল ম্যাচ ছিনিয়ে নেয়। বাইচুং ভুটিয়া সেদিনের ঐতিহাসিক ম্যাচে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন।