New Update
/anm-bengali/media/post_banners/UnJ81QM7qjiDpF7edzPj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডার্বি ঝড়ে কাঁপছে বাংলা। সামনেই আইএসএল। প্রথম ম্যাচ আরম্ভ হতে চলেছে কেরালা ব্লাস্টার্স বনাম মোহনবাগান নিয়ে। আর ২৭শে নভেম্বর মাঠে নামতে চলেছে বাংলার চির আবেগ, মোহনবাগান- ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই নেট পাড়ায় কড়চা শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ না সবুজ-মেরুন কে হবে সেদিনের মাঠের রাজা, সেই নিয়ে। তার উপর খেলা ঢুকে পড়েছে ইতিমধ্যে বাঙালির রান্না ঘরেও। ইলিশ ও চিংড়ির জমজমাটি যুদ্ধে নেটপাড়া প্রহর গুনছে ২৭শে নভেম্বরের অপেক্ষায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us