New Update
/anm-bengali/media/post_banners/93lqqvujw1NjjtKtTLE2.jpg)
নিজস্ব প্রতিনিধি: আজ বিকেল ৩টেয় তাঁর দিল্লির বাসভবনে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯এ বিশেষ মর্যাদা বিলোপের পর এটিই কেন্দ্রীয় সরকারের প্রথম বৃহৎ বৈঠক।
৮টি রাজনৈতিক দলের ১৪ জন নেতাকে – মেহবুবা মুফতির পিডিপি ও ন্যাশানাল কনফারেন্স সহ – আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। রাজ্য ও বিশেষ মযার্দা ফেরানোর দাবিতে তৈরি মুফতি ও ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার গুপকার অ্যালায়েন্স – ৭ দলের জোট জানিয়েছে, তারা বৈঠকে উপস্থিত থাকবে। কংগ্রেসও যোগ দেবে বৈঠকে।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4547/ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4568
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us