/anm-bengali/media/post_banners/cShIWTurakJiHDu16vSK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপাতত খবরে রয়েছেন ভিকি। তাই তাঁর ছবি দিয়েই শুরুটা করা যাক। অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের ছেলে ভিকি। ‘মাসান’ দিয়ে শুরু করেছিলেন বলিউডের জার্নি। সাদা শার্ট আর প্যান্টে ভিকির এই ছবি কি ক্যাট দেখেছেন?
বলিপাড়ার হিরোদের মধ্যে তিনিও কিন্তু সেনসেশন। ছোটবেলায় নাম ছিল নিশান্ত খুরানা। বাবা জ্যোতিষবীদ। ছেলের বয়স যখন তিন বছর তখন নিউমরোলজির হিসেবে ছেলের নাম পরিবর্তন করেন তিনি। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে পথ চলা শুরু আয়ুষ্মানের।
​ভিকি কৌশলের ছোটবেলার ছবি দেখলেন আর ক্যাটরিনা কাইফের ছবি বাদ দিলে চলে। দুই তারকাই কিন্তু ছেলেবেলায় বেশ মিষ্টি দেখতে ছিলেন!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us