New Update
/anm-bengali/media/post_banners/cLwSGbrMP2XaSFe8qXzI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল। জানা গিয়েছে ভারতের সীমান্তের কাছে দক্ষিণ নেপালের রাউতাত জেলায় একটি পুকুরে গাড়ি পড়ে যায়। এরপর গাড়িতে থাকা চার জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই বিহারের বাসিন্দা। মৃতরা হলেন, দিনানাথ সাহ (২৫), অরুণ সাহ (৩০), দিলীপ মাহতো (২৮) এবং অমিত মাহতো(২৭)। ইতিমধ্যে ক্রেনের মাধ্যমে গাড়িটিকে তোলা হয়েছে বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us