নিজস্ব সংবাদদাতাঃ কখনও বাড়ছে, কখনও বা কমছে দেশের করোনা গ্রাফ। স্থিতিশীল রয়েছে সংক্রমণ। তবে সামান্য স্বস্তি দিয়েছে মৃত্যু। একদিনে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৩৭৬ জন।