New Update
/anm-bengali/media/post_banners/GNhmT6tCEk6SZLmcggbp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টালিগঞ্জের অশোকনগর বাজারে নির্মীয়মাণ চারতলা একটি বাড়ির, দোতলায় আগুন লেগে যায়। বাড়িটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। কিন্তু দোতলায় বাঁশ, কাঠ মজুত ছিল। যা দাহ্য পদার্থের কাজ করেছে। বাসিন্দা সূত্রে জানা যাচ্ছে রোজ রাতে ওখানে নেশার আসর বসত। সন্দেহ করা হচ্ছে সেখান থেকেই আগুন লাগতে পারে। এরপর দমকলের ৩টি ইঞ্জিন এসে ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us