আপৎকালীন অবস্থা তুলে নেওয়ার জন্য তৎপর প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
আপৎকালীন অবস্থা তুলে নেওয়ার জন্য তৎপর প্রধানমন্ত্রী





নিজস্ব সংবাদদাতাঃ ট্রিনিদাদ-এর প্রধানমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান যে আপৎকালীন অবস্থাকে শিথিল করার জন্য সংসদ যাত্রা করবেন ১৭ই নভেম্বর ২০২১-এ। এদিন করোনার সঙ্গে মোকাবিলার করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু নিয়মবিধি বলে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে।



১. মাস্ক পরা জরুরি



২. কোনো জনসভায় ১০ জনের বেশী কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।



৩. সরাইখানা ও পার্টি বোটগুলি বন্ধ থাকবে।



৪. ৪-৬ জন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয় চালু হবে।



৫.ধর্মীয় স্থানগুলিতে নিজের নিজের ধর্ম পালনের জন্য ৯০মিনিট সময় দেওয়া হবে।



৬. ৫০ শতাংশ মানুষকে নিয়ে বার, রেস্তোরাঁ ও সিনেমাহল চলবে। যেখানে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।