/anm-bengali/media/post_banners/M19o2aqE9RkbQFkYDQnJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার শুধু ১৮ বছর বয়স হলেই ছেলের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেললে হবে না। যতদিন না ছেলে রোজকার শুরু করছে ততদিন তাঁর দায়িত্বভার নিতে হবে বাবাকে। এমনটাই রায় দিল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, আদালতে একটা বিবাহবিচ্ছেদের মামলার শুনানি চলছিল। সেই মামলায় বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জানানো দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। তবে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামী নিলেও, ছেলের দায়িত্ব কতদিন নেবে তাঁর বাবা-তাও জানিয়ে দিল আদালত। এ বিষয়ে বিচারপতি সুব্রহ্মণ্য প্রসাদ জানিয়েছেন, ‘ছেলের দায়িত্ব মায়ের শুধু একার নয়। ছেলের বয়স যদি ১৮ বছর পেরিয়ে যায়, কিন্তু সে এখনও স্নাতক হয়নি কিংবা এখনও কোন চাকরী জোগাড় করতে পারেননি, তাহলে এই অবস্থায় ছেলের খরচ একা মা চালাবে- এই ধারণার সঙ্গে একমত হতে পারেনি ফ্যামিলি কোর্ট’।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us