New Update
/anm-bengali/media/post_banners/8oeA8Wx99rkFw1bjRM68.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় দলে যুবরাজের অবদান অনস্বীকার্য। কিন্তু ২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ। কিন্তু মিডল অর্ডারে তাঁর বিকল্প যে নেই সেটা এদিনে তিনি একটি মিমের মাধ্যমে বুঝিয়ে দেন। মিমে দেখানো হয়, অনুস্কা শর্মা ভাবছেন যে, বিরাট হয়তো অন্যান্য মেয়েদের কথা ভাবছেন, অন্যদিকে বিরাট ভাবছেন যে, যুবরাজ থাকলে ভারতের মিডল অর্ডার আরও মজবুত হত। এই মিম ভক্তমহলে সাড়া ফেলে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us