নিজস্ব সংবাদদাতাঃ সুরাপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১৬ নভেম্বর, মঙ্গলবার থেকে রাজ্যে বিলাতি মদের দাম কমছে। জানা গিয়েছে, বিয়ারের দামও এখনকার তুলনায় অনেকটা কমবে। রাজ্য সরকারের আবগারি দফতর ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট সব বিভাগে। কোন ব্র্যান্ডের বিলিতি মদ কতটা সস্তা হবে, তা জানা না গেলেও আবগারি বিভাগ সূত্রে খবর, দাম ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।