দমদমে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

author-image
Harmeet
New Update
দমদমে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা লাগোয়া দমদমে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে। মৃতের নাম রঞ্জন সাহা (৫১)। অটোরিকশা চালাতেন তিনি। পরিবারের অভিযোগ, পুরসভার গাফিলতিতেই এই দুর্ঘটনা। তাই পরিবারের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে অটো রেখে হেঁটে বাড়ি ফিরছিলেন রঞ্জনবাবু। তখনই ম্যানহোলে পড়ে যান তিনি। ম্যানহোলে কোনও ঢাকনা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। রাতের অন্ধকারে তা ঠাহর করতে পারেননি রঞ্জনবাবু। রঞ্জনবাবুর আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁকে ম্যানহোল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।