শান্তিপুরের পদ্মশ্রী প্রাপকের উপহারে আপ্লুত প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
শান্তিপুরের পদ্মশ্রী প্রাপকের উপহারে আপ্লুত প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ শাড়িতে 'ধর্মনিরপেক্ষ' মোদী, শান্তিপুরের পদ্মশ্রী প্রাপকের উপহারে আপ্লুত প্রধানমন্ত্রী। এবার পদ্মশ্রী পেয়েছেন শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাক। গত মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পদ্ম সম্মানে ভূষিত বিশিষ্টদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় বীরেনবাবুর। মোদীকে শাড়ি উপহার দেন। যে ছবি নিজেই পোস্ট করেছেন মোদী। ছবি পোস্ট করে মোদী লিখেছেন, 'পশ্চিমবঙ্গের নদীয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তাঁতশিল্পী। শাড়িতে ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন তিনি। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত।' শাড়িতে মোদীর 'ধর্মনিরপেক্ষ' দিক ফুটিয়ে তোলা হয়েছে। শাড়িতে দেখা গিয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ মোদীর ভাষণ শুনছেন।