New Update
/anm-bengali/media/post_banners/AvMFqi3DF1EGoMv0bDij.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর খাতা খুললে দেখা যাবে কেরালা ব্লাস্টার্সের পারফর্ম্যান্স তেমন একটা ভালো নয়। গতবারের কোচ কিবু ভিকুনা-কে বদলে কোচ করা হয়ে ইভান ভুকোমানভিচকে। এরই সঙ্গে মাঠে থাকতে চলেছে, মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসা আদ্রিয়ান লুনা। আটলেটিকো প্লাতেন্সে থেকে আনা হয়েছে জর্জ পেরেইরা দিয়াজকে। ডায়নামো জাগ্রেব থেকে নিয়ে আসা হয়েছে মার্কো লেস্কোভিচকে। এছাড়াও থাকছেন হরমোনজ্যোৎ সিং খাবরা ও সঞ্জীব স্ট্যালিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us