New Update
/anm-bengali/media/post_banners/pf5tYliyy8OTRHKTWv3A.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টুর্নামেন্টের ইতিহাসে কেরালা ব্লাস্টার্স একবারই জয়ের মুখ দেখতে পেয়েছে। গতবার লিগে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে জয়ের সূচনা করেছিল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণার করা সেই এক গোলে বাজিমাত করেছিল মোহনবাগান। গতবার কেরালার কোচ ছিল কিবু ভিকুনা। এবারে তাঁকে সরিয়ে নতুন কোচ করা হয়েছে ইভান ভুকোমানভিচকে। তার সঙ্গে প্রচুর নতুন মুখও দেখা যাবে এই লিগে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us