নিজস্ব সংবাদদাতা : ২১-এর বিধানসভা নির্বাচনের আগে যে পালাবদল শুরু হয়েছিল নির্বাচনের পরেও তা অব্যাহত। পদ, ক্ষমতার মোহে যারা তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তাদের মোহ ভঙ্গ হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যেমন বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল, ফল ঘোষণা হতে হিরিক পড়েছে তৃণমূলে ফেরার। বিজেপিতে ভাঙন নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। দায়ী করেছেন শীর্ষস্থানীয় নেতৃত্বদের। বিজেপি নেতা রাহুল সিনহা দলবদলুদের জঞ্জাল আখ্যা দিয়ে বলেছিলেন, বিজেপি থেকে সব জঞ্জাল ঝাঁট দিয়ে তাড়াতে হবে। এবার বিজপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষের গলায়ও একই সুর শোনা গেল। রাহুলের মন্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, উনি ঠিকই বলেছেন। জঞ্জাল আসে জঞ্জাল যায় ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়। জঞ্জাল ফাঁকা হোক। দলের অরিজিনাল কর্মীদের নিয়েই দল আবার দাঁড়াবে। ক্ষমতা নেই বলে অনেকের অসুবিধা হচ্ছে।