নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের করাচিতে অজানা জ্বরে বাড়ছে আতঙ্ক। জানা গিয়েছে এই অজানা জ্বরের উপসর্গের সঙ্গে ডেঙ্গুর উপসর্গের বেশ কিছু মিল রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই অজানা জ্বরে আক্রান্ত রোগীদের প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শ্বেত রক্ত কণিকাও কমে যাওয়ার মতো মারাত্মক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।