সামনে এল কাকুলিয়া খুনে নয়া তথ্য!

author-image
Harmeet
New Update
সামনে এল কাকুলিয়া খুনে নয়া তথ্য!

নিজস্ব সংবাদদাতাঃ  কাকুলিয়া খুনে মূল অভিযুক্ত ভিকি হালদারকে নিয়ে ডায়মন্ড হারবারে গিয়ে তল্লাশি চালায় লালবাজার। একাধিক খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। গত বৃহস্পতিবার গড়িয়াহাট ফার্ন রোডে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে সুবীর চাকির ১৩ টি কার্ড। ফার্ন রোডে ড্রেনে ফেলেছিল ভিকি। আজ ভিকিকে আদালতে পেশ করা হবে. জোড়া খুনের পর মুম্বইতে গা ঢাকা দিয়েছিল ভিকি। সেখানে ১০ হাজার টাকার নিরাপত্তারক্ষীর চাকরিতে যোগ দেয় সে।  মুম্বই গিয়ে মোবাইলও কেনে ভিকি। এমনকি সিম কিনেছিল ভুয়ো কাগজ দেখিয়ে। তাদের থেকে মোবাইল, সিম, নিয়োগপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। খুনের পর সুবীর চাকি ও তাঁর গাড়ি চালকের আঙুল থেকে সোনা ও রূপোর আংটি খুলে নিয়ে তা এক বন্ধুর কাছে জমা রেখেছিল। বিনিময়ে নিয়েছিল ৫ হাজার টাকা। আর সেই টাকাকেই পুঁজি করে বাণিজ্যনগরীতে পাড়ি দেয় ভিকি। খুনের প্রায় সপ্তাহ তিনেকের মাথায় মুম্বই থেকে কাঁকুলিয়া খুনের মূল অভিযুক্ত ভিকি হালদার ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

Khwab Main Murde Ko Zinda Dekhne Ki Tabeer - अंतिम संस्कर से पहले फ्रीजर  में रखा था शव, अचानक चलने लगी तेज-तेज धड़कनें, पढ़ें पूरी खबर | Patrika News