New Update
/anm-bengali/media/post_banners/Yp6rEWhHMsiTAtVVRRue.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পর্যটনের মরশুমে পাহাড়প্রেমীদের জন্য আরও এক সুখবর দিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আজ (শনিবার) থেকে চালু হতে চলেছে নয়া 'হিমকন্যা' টয় ট্রেন পরিষেবা। পাহাড়ি পাকদণ্ডি অতিক্রম করে যা প্রতি শনিবার এবং রবিবার দার্জিলিং এবং কার্শিয়াঙের মধ্যে ছুটবে। মাঝে ঘুম, সোনাদা এবং টুং স্টেশনে দাঁড়াবে। এমনিতেই করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। সেই পরিস্থিতিতে টয়ট্রেন পরিষেবাও বাড়িয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং ও ঘুমের মধ্যে বেড়েছে জয়রাইডের সংখ্যা। শিলিগুড়ি এবং রংটংয়ের মধ্যে চালু হয়েছে 'জঙ্গল টি সাফারি'। কার্শিয়াং ও মহানদী স্টেশনের মধ্যেও চলছে ‘রেডপান্ডা’ টয় ট্রেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us