রীতি মেনে বেলুড়ের সারদা পীঠে শুরু দশমী পুজো

author-image
Harmeet
New Update
রীতি মেনে বেলুড়ের সারদা পীঠে শুরু দশমী পুজো

নিজস্ব সংবাদদাতাঃ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। রীতি মেনে বেলুড়ের সারদা পীঠে শুরু হয়েছে দশমী পুজো। আজই সন্ধ্যায় জগদ্ধাত্রী বিসর্জন। রীতি ও ঐতিহ্য মেনে বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয় গতকাল।