/anm-bengali/media/post_banners/88hkLNe1rXipU8RDhdKZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ
কাউকে বেশ পছন্দ হয়ে গেছে, কথাবার্তাও হয়েছে টুকটাক, এবার প্রথম ডেটে যাওয়ার পালা! অথচ দেখা করার তারিখটা যত এগিয়ে আসছে,ততই যেন বাড়ছে টেনশনের পরিমাণ! প্রথমবার কারও সঙ্গে ডেটে যাওয়ার আগে অনেকেই নানান ভয়, সংশয়, অনিশ্চয়তায় ভোগেন। অনেকে আবার শেষ মুহূর্তে বাতিল করে দেন ডেটের প্ল্যান! আর তার মানেই সমস্ত পরিকল্পনায় ঠান্ডা জল!
কিন্তু বারবার নিজের নার্ভাস হওয়ার দরুন ডেটে যাওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে আসা কি যুক্তিযুক্ত? বরং তার চেয়ে আপনার টেনশনের কারণগুলো খতিয়ে দেখুন আর সেই সঙ্গে জেনে নিন তা মোকাবিলার কায়দা!
অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ার ভয়
সোশাল মিডিয়া বা ফোনে কথা বলা এক, আর সামনাসামনি কথা বলা আর এক! অনেকেই ভেবে পান না, দেখা করার পর কী নিয়ে কথা বলবেন। এ সমস্যা যদি আপনারও থেকে থাকে, তা হলে বলব বেশি ভাববেন না। নিজের মতো থাকুন, স্বাভাবিক খোলামেলা কথা বলুন। উনি কী ভাবছেন, সেটা ভাবা আপনার কাজ নয়। স্বাভাবিক কথা চালিয়ে যান।
প্রত্যাখ্যাত হওয়ার ভয়
প্রত্যাখ্যাত হতে কেউই চায় না, ফলে স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা ভয় কাজ করে। এই ভয় এড়ানোর উপায় একটাই! ডেটিংটাকে আলাদা গুরুত্ব না দিয়ে একটা সাক্ষাৎ হিসেবে দেখা। মুহূর্তগুলো উপভোগ করুন, ভবিষ্যতের ভাবনা ভাববেন না। আত্মবিশ্বাস ধরে রাখুন।
ঘনিষ্ঠ হওয়ার ভয়
প্রথম সাক্ষাৎ যদি ঠিকঠাক এগোয়, তা হলে তার পর কী হবে? বা শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে কী করব? এ সব ভেবেই অনেক মেয়ে সংশয়ে থাকেন। কিন্তু সত্যি বলতে, প্রথম ডেটে এ সব ভাবার কোনও কারণই নেই! সময় নিন, উলটোদিকের মানুষটিকে ভালো করে চিনুন জানুন। মনে রাখবেন রাজি হওয়া বা না হওয়া, সবটাই আপনার উপর নির্ভর করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us