সেক্স থেকে হারিয়ে যাচ্ছে প্যাশন ?

author-image
Harmeet
New Update
সেক্স থেকে হারিয়ে যাচ্ছে প্যাশন ?

নিজস্ব সংবাদদাতাঃ যৌন জীবন বিবাহিত জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দাম্পত্য সম্পর্ক সুখময় করতে সুস্থ যৌনতা সম্পর্কে পরিমিতি জ্ঞান থাকা প্রয়োজন। সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সঠিক বোঝাপড়ার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর যৌন জীবন। কারণ, দাম্পত্যে যৌন অতৃপ্তি থেকে সংসারে অশান্তি হতে পারে। পরিস্থিতি চরমে পৌঁছালে তা বিচ্ছেদও বিরল নয়। এ রকম ঘটনা হরহামেশাই ঘটে থাকে।যৌনজীবনটাই যদি একঘেয়ে, বোরিং হয়ে যায়, তা হলে জীবনের আর বাকি থাকল কী? অথচ একটানা বহু বছর একসঙ্গে থাকতে থাকতে বহু সম্পর্কেরই এই পরিণতি হয়, যৌন আকর্ষণের ছিটেফোঁটাও আর বাকি থাকে না! তবে তার জন্য হা হুতাশ না করে বরং ভেবে দেখুন ঠিক কী কী করলে ফিরিয়ে আনতে পারেন হারিয়ে যাওয়া সেক্স আর রোমান্স!   অনেকেরই অভিযোগ থাকে একঘেয়ে হয়ে যাচ্ছে যৌন জীবন।  যদিও চেষ্টা করলেই কিন্তু সেই রোজনামচা থেকে মুক্তি পেতে পারেন৷ তবে, কিছু নিয়ম মেনে চললেই প্রতিবারই দারুণ উপভোগ করবেন আপনি৷