বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

author-image
Harmeet
New Update
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

দিগ্বিজয় মাহালী, সবং : সবংয়ের খোলাগেড়্যার বাগালপাড়ায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বর্ণপরিচয়ের উদ্যোগে এই শিবিরটি পরিচালনা করল তুতরাঙা উদীয়মান তরুণ সংঘের একদল চিকিৎসক। এদিনের এই শিবিরে মোট পঁচাত্তর জন বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা হয়। বাগালপাড়ার প্রতিটি বাসিন্দার নির্ণয় করা হয় রক্তের গ্রুপও । বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ঔষধও। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ভাস্করব্রত পতি, শান্তনু অধিকারী, জগদীশ মাইতি, হরেকৃষ্ণ মাইতি প্রমুখ। বর্ণপরিচয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ভাস্করবাবু জানালেন― এ পাড়ার বাসিন্দারা আজ পর্যন্ত কোনও সমস্যাতেই চিকিৎসা ব্যবস্থার মুখোমুখি হন না। তাই এঁদের দুয়ারেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসতে হয়েছে। শান্তনুবাবু জানালেন, এখানে এই প্রথমবার এই ধরনের শিবির করা হল। শুধু তাই নয়, প্রতি তিনমাস অন্তর এই ধরনের শিবির এখানে করা হবে বলে তিনি জানান।