রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম না কমায় বিক্ষোভ

author-image
Harmeet
New Update
রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম না কমায় বিক্ষোভ

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথি মেছেদা বাইপাস থেকে কাঁথি হেড পোস্ট অফিস মোড় পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল দাম কমানো সত্যেও রাজ্য সরকার পেট্রোল ডিজেল দাম না কমানোয় বিক্ষোভ পদযাত্রার আয়োজন করা হয়। এরপর মিছিল শেষে কাঁথি হেড পোস্ট অফিস মোড়ে সভা আয়োজিত হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ‍্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ,কাঁথি সাংগাঠনিক জেলা সভাপতি অনুপ কুমার চক্রবর্তী, ও প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুঅধিকারী,জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র, তাপস দলই, সুধাম পণ্ডিত, সহ সভাপতি রমাকান্ত প্রধান, সোমনাথ রায়,সম্পাদক নবীন প্রধান, মানিক দাস সহ অন্যান্য দলীয় কর্মীরা।