/anm-bengali/media/post_banners/esQQsy3ZHLqUFHGQGnPo.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ বিবেকানন্দ কেন্দ্রের কন্যাকুমারী, উত্তরবঙ্গ ও সিকিম বিভাগের উদ্যোগে পালিত হল যোগ দিবস। জানা গিয়েছে, অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে।
অনুষ্ঠানটি শুরু হয়েছিল কোচবিহারের বিদুশী বর্মনএবং গ্যাংটকের ভানুকুমারী শর্মার উদ্যোগে। শ্রী গৌতম ঘোষাল (অবঃ ডেপুটি পুলিশ সুপার) উদ্বোধনী ভাষণ দেন। বাদল বর্মন (আলিপুদুয়ার), বীরেন্দ্র ঢাকাল (কালিম্পং) এবং সুভাঙ্কর দে (কুচবিহার) যোগ দিবসের প্রোটোকল, ব্যায়াম আলগা করা, আসন এবং প্রাণায়ম সহ যোগ অধিবেশন পরিচালনা করেছিলেন। মনোজ দাস (জীবনকর্মী, বিবেকানন্দ কেন্দ্র) যোগের মাধ্যমে একতার ধারণা সম্পর্কে সকলকে বলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন অনুনিকা শর্মা (সাহ সানোজাক, শিলিগুড়ি)। মোট ১০৯ জন অংশগ্রহণকারী অফলাইনে উপস্থিত ছিলেন এবং ৬১ জন অংশগ্রহণকারী গুগল মিট এবং ফেসবুক লাইভের মাধ্যমে অনলাইনে এই অনুষ্ঠানে যোগ দেন।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us