মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের

author-image
Harmeet
New Update
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের

নিজস্ব সংবাদদাতাঃ ছটপুজো সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। অসমের করিমগঞ্জের পাথরখাণ্ডিতে দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ছটপুজো সেরে ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে ফিরছিলেন একই পরিবারের বেশ কয়েকজন। তাঁরা প্রত্যেকে অটোয় ছিলেন। পাথরখাণ্ডির কাছে উল্টোদিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে অটোয়। তাতেই ঘটনাস্থলে ন’জনের মৃ্ত্যু হয়। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এই বিষয়ে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া বলেন, ‘‌আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমার সঙ্গে মেডিকেল টিম ছিল। রাস্তা থেকে মৃতদেহগুলি সরানো হয়েছে। সেগুলি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। তদন্ত শুরু করা হয়েছে।’‌ এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এঁরা সকলেই লঙ্গাই চা–বাগান এলাকার বাসিন্দা। ছট পুজোর জন্য তাঁরা লঙ্গাই নদীতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনায় ৯ জন একসঙ্গে মারা যান। যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁরা হলেন—দুজা ভাই পানিকা, সালু ভাই পানিকা, গারুভ দাস পানিকা, শম্ভু দাস পানিকা, লালন গোস্বামী, পুজা গোড়, দেব গোড়, সানু রি এবং মাঙ্গলি কর্মকার। গুরুতর জখম হলেও এখনো বেঁচে আছেন টিপু কর্মকার। এই বিষয়ে পাথরখান্ডি এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল মানুষকে শান্তি বজায় রাখতে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘‌এই এলাকার মর্মান্তিক দুর্ঘটনা আমাকে ব্যথিত করেছে। একসঙ্গে ৯ জন মানুষ মারা গিয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আমি ক্রমাগত যোগাযোগ রাখছি। আর মানুষকে শান্তি বজায় রাখতে অনুরোধ করছি।’‌