নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটের আগে বাম-কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। পুরভোটে বাম ও কংগ্রেসের মধ্যে আদৌ জোট হবে কি না তা নিয়েই বড় প্রশ্ন উঠে গিয়েছে। এর সঙ্গেই আর এক প্রশ্ন, আইএসএফ কী করবে? সূত্রের খবর অনুযায়ী, কোন ফর্মুলায় জোট, সব আসনে প্রার্থী নাকি নির্দিষ্ট কিছু আসনে প্রার্থী দিয়ে জোরদার লড়াই করবে বামেরা! এসব নিয়ে আলোচনা হবে শীঘ্রই। অন্যদিকে কংগ্রেসের তরফেও শীঘ্রই এনিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।