পাকিস্তান-চিন কোণঠাসা,ভারতের উদ্যোগে নিরাপত্তা ইস্যুতে এককাট্টা সাত দেশ

author-image
Harmeet
New Update
পাকিস্তান-চিন কোণঠাসা,ভারতের উদ্যোগে নিরাপত্তা ইস্যুতে এককাট্টা সাত দেশ

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান চিন যোগ দিচ্ছে না, তাতে কি? ভারতের উদ্যোগে সাড়া দিয়েছে সাতটি দেশ। এই সাত দেশ নিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে Delhi Regional Security Dialogue on Afghanistan বা আফগানিস্তান বিষয়ক দিল্লি আঞ্চলিক নিরাপত্তা বৈঠক। এনএসএ স্তরের বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের এই বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে আলোচনা চলবে। সেই পরিস্থিতি সংশ্লিষ্ট দেশগুলির জন্য কতটা ঝুঁকির হতে পারে, তা নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

আফগানিস্তান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়া ও ইরানের সাথে তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান - মধ্য এশিয়ার পাঁচটি দেশের নিরাপত্তা পরিষদের এনএসএ বা সচিবরা অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মূল বৈঠকের সভাপতিত্ব করবেন। চিন এই সম্মেলনে অংশ না নেওয়ার জন্য সময়সূচি সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেছে। অন্যদিকে, পাকিস্তান মূল বৈঠকটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।