নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। এদিকে করোনা-র বিপদ কাটেনি এখনও। সেই কারণেই ছটপুজো-তেও টিকাকরণ কর্মসূচি চালু রাখতে এক নয়া উদ্যোগ নিল দিল্লি সরকার। সূত্রের খবর অনুযায়ী, রাজধানীর সমস্ত বাসিন্দাদের বছর শেষের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্যে এ বার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও টিকাকেন্দ্রের সূচনা করছে দিল্লি সরকার। এছাড়াও ছট পুজো থাকায়, বিশেষ ঘাটেও টিকাকেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে।