নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যাশা মতোই গতকাল রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে অমিত মিত্রের বদলে এবার রাজ্যের অর্থমন্ত্রী হবেন তিনি নিজেই। আর এরই সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব বাদে মমতার অধীনে থাকা দফতরের সংখ্যা হয়ে দাঁড়াল ৮। মুখ্যমন্ত্রীর অধীনে অর্থ দফতর ছাড়াও রয়েছে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন, কর্মী ও প্রশাসনিক সংস্কার এবং ই- গভর্ন্যান্স।