New Update
/anm-bengali/media/post_banners/jqypXTbgaAaWwQcpUiI9.jpg)
দিগ্বিজয় মাহালী, ডেবরা ঃ মঙ্গলবার মাঝ রাতে ডেবরা টোল প্লাজাতে নাকা চেকিং এর সময় একটি অবৈধ বালি গাড়ী আটক করলো ডেবরা থানার পুলিশ। পাশাপাশি গাড়ীর ড্রাইভারকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। একটি ডাম্পার অবৈধ ভাবে ডেবরা থেকে খড়্গপুরের দিকে বালি নিয়ে যাচ্ছিল। পুলিশ কাগজপত্র চাওয়াতে পুরোনো কাগজ দেখায় গাড়ীর চালক। তারপরেই ওই গাড়ীর চালক সহ গাড়িটিকে আটক করে পুলিশ। ধৃত চালকের নাম সেখ আলি।বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার জিয়াদা এলাকায়। বুধবার ওই ড্রাইভারকে মেদিনীপুর আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us