ইংল্যান্ডের হোয়াইট বল নিয়ে উইলিয়ামসন মতামত দিলেন

author-image
Harmeet
New Update
ইংল্যান্ডের হোয়াইট বল নিয়ে উইলিয়ামসন মতামত দিলেন



নিজস্ব সংবাদদাতাঃ দুবাইয়ের বুকে বুধবার নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড-এর ক্রিকেটের ঝড় উঠতে চলেছে। তবে ইংল্যান্ডের হোয়াইট বল স্কোয়াডকে উল্লেখযোগ্য বললেন নিউজিল্যান্ডের স্কিপার কেন উইলিয়ামসন। তিনি বলেন, "দেখুন এর আগে আমরা বহুবার মুখোমুখি হয়েছি। আমাদের অনেক ভালো সময় গিয়েছে, ভালো অনেক সিরিজও গিয়েছে। ইংল্যান্ডের তরফ, বিশেষ করে হোয়াইট বলের তরফ এক্ষেত্রে উল্লেখযোগ্য।"