পেট্রলপাম্প গুলিতে পেট্রোল ডিজেলের ভ্যাট সহ রাজ্য স্তরের অন্যান্য ট্যাক্স কমানোর দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি

author-image
Harmeet
New Update
পেট্রলপাম্প গুলিতে পেট্রোল ডিজেলের ভ্যাট সহ রাজ্য স্তরের অন্যান্য ট্যাক্স কমানোর দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ বিজেপি শাসিত অন্যান্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের ট্যাক্স কমালেও এ রাজ্যের রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের কর কমানোর বিষয়ে কোন সদর্থক ভূমিকা দেখাননি। অথচ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সবথেকে বেশি আন্দোলনের সোচ্চার হয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন রাজ্যস্তরে পেট্রোল-ডিজেলের কর কমানোর ব্যাপারে তিনি মুখে কুলুপ এঁটেছেন কেন। তাহলে কি এতদিন পেট্রোল ডিজেলে দাম কমানোর দাবিতে যে আন্দোলন করেছিলেন শুধুমাত্র সেটা কি নাটক ছিল, এই প্রশ্ন তুলে মঙ্গলবার মেদিনীপুর শহরের পেট্রলপাম্প গুলিতে পেট্রোল ডিজেলের ভ্যাট সহ রাজ্য স্তরের অন্যান্য ট্যাক্স কমানোর দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। দিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সৌমেন তিবারী, অরূপ দাস সহ অন্যান্যরা।