নিজস্ব সংবাদদাতাঃ আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। এর আয়তন প্রায় আইফেল টাওয়ারের সমান। সরাসরি পৃথিবীর দিকেই ধেয়ে আসছে অতিকায় এই গ্রহাণু। তবে এখনও পর্যন্ত এই গ্রহাণুকে নিয়ে আতঙ্ক করার কোনও কারণ নেই বলেই জানিয়েছে নাসা। মানবজাতির কোনও ক্ষতি করবে না এই ধাবমান গ্রহাণু। নাসার বৈজ্ঞানিকদের মতে, আগামী ১১ ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে দিয়ে ধাবিত হবে এই গ্রহাণু। আকৃতিতে এই গ্রহাণু অনেকটা ডিম্বাকার।