New Update
/anm-bengali/media/post_banners/x5EyW404PdiGj3Seyn8y.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বিতর্কে রাজ্য সরকার। এবার স্কুল খোলা নিয়ে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের সব স্কুল-কলেজ খুলবে। যদিও এই করোনা আবহে পড়ুয়াদের স্কুলে ফেরার বিষয়টি অত্যন্ত ভয়ের দাবি করে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তিনি দাবি করেছেন, কোনও পরিকল্পনা ছাড়াই রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করা হচ্ছে। বৃহস্পতিবার ওই জনস্বার্থ মামলার শুনানি হতে পারে। অনুর্ধ্ব ১৮ -দের এখনও পর্যন্ত টিকাকরণ হয়নি। অর্থাৎ ডবল ডোজ ছাড়াই তাদের সাড়ে ১০টা থেকে বিকেল চারটে অবধি স্কুল করতে হবে। এই বিষয়টিতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে বলেই দাবি মামলাকারীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us