নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ রয়েছে কেরলে। এদিন নতুন করে প্রায় ৫ হাজার ৪০৪ জনের সংক্রমণের হদিশ মিলেছে । মৃত্যু হয়েছে ২৬২ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৮৯৩ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৮৩ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৮৪১ জন।