ব্রা থেকে হওয়া দাগ দূর করবেন কীভাবে?

author-image
Harmeet
New Update
ব্রা থেকে হওয়া দাগ দূর করবেন কীভাবে?


নিজস্ব সংবাদদাতাঃ কাঁচা দুধ পরিমাণ মতো, আমন্ড তেল ২ চামচ। কাঁচা দুধ ও আমণ্ড তেল ভালো করে মেশান। এবার এই মিশ্রণ যে জায়গায় দাগ পড়ে গেছে সেখানে লাগান। কিছুক্ষণ হালকা ম্যাসাজ করুন। এরপর একটা তোয়ালে চাপা দিন। ১৫ মিনিট রাখুন। তারপর গরম জলে ধুয়ে নিন। এরপর কখনই এখানে সাবান ব্যবহার করবেন না। এটা সপ্তাহে তিনদিন করুন যদি দাগ খুব বেশী হয়। দেখবেন একমাসের মধ্যেই ব্রা থেকে হওয়া দাগ উধাও।