টিকাকরণে গতি বাড়াতে চাইছে রাজ্য, দ্রুত শুরু হবে 'দুয়ারে টিকা'

author-image
Harmeet
New Update
টিকাকরণে গতি বাড়াতে চাইছে রাজ্য, দ্রুত শুরু হবে 'দুয়ারে টিকা'


নিজস্ব সংবাদদাতাঃ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে। তবু টিকায় গতি বাড়ানোর নিদান দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এই পরিস্থিতিতে এবার বাড়ি–বাড়ি গিয়ে টিকা না নেওয়া মানুষদের খুঁজে বের করবেন রাজ্যের স্বাস্থ্য কর্মীরা। দ্বিতীয় ডোজ যাঁদের বকেয়া রয়েছে এবং শয্যাশায়ী ব্যক্তি, যাঁদের টিকা নেওয়া হয়নি, তাঁদেরও টিকা দেওয়া হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে প্রায় ৭.৪ কোটি মানুষ টিকা পেয়েছেন। তারপরও টিকা প্রদানে আরও গতি আনতে চাইছে রাজ্য। তাই বাড়ি–বাড়ি গিয়ে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে।