নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন করণ জোহর। সিনেমা জগতে তাঁর অবদানের জন্য করণ পেয়েছেন এই সম্মান। এই সম্মান পেয়ে সোশ্যাল মিডিয়ায় পর পর দুটি পোস্ট করেছেন করণ। দুটি পোস্টেই ফুটে উঠেছে তাঁর আবেগ। ব্যক্ত করেছেন বাবা যশ জোহরের কথাও। এই সম্মান পেয়ে নিজের একটি পোস্টে বাবাকে স্মরণ করেছেন করণ।